বাংলাদেশের জলবায়ু

0
243

বাংলাদেশের  জলবায়ু  (climate bangladesh)

বাংলাদেশের জলবায়ু (climate bangladesh) নাতিশীতোষ্ণ। আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে ৬টি ঋতুতে ভাগ করা হয়েছে যথা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বছরে বৃষ্টিপাতের মাত্রা ১৫০০-২৫০০ মি.মি./৬০-১০০ ইঞ্চি; পূর্ব সীমান্তে এই মাত্রা ৩৭৫০ মি.মি./১৫০ ইঞ্চির বেশি। বাংলাদেশের গড় তাপমাত্রা ২৫° সেলসিয়াস। বাংলাদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এখানকার আবহাওয়াতে নিরক্ষীয় প্রভাব দেখা যায়। নভেম্বর হতে মার্চ পর্যন্ত হালকা শীত অনুভূত হয়। মার্চ হতে জুন মাস পর্যন্ত গ্রীষ্মকাল বিরাজ করে। জুন থেকে অক্টোবর পর্যন্ত চলে বর্ষা মৌসুম। এসময় মৌসুমী বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, ও জলোচ্ছ্বাস প্রায় প্রতিবছরই বাংলাদেশের কোনো না কোনো স্থানে আঘাত হানে।

জলবায়ুর ধরন : উপ ক্রান্তীয় মৌসুমি বায়ু

গড় তাপমাত্রা : শীতকালে ১১° সি – ২০° সি (অক্টোবর – ফেব্রুয়ারি)

গ্রীষ্মকালে ২১° সি – ৩৮° সি (মার্চ – সেপ্টেম্বর) 

বৃষ্টিপাত : ১১০০ মিমি. – ৩৪০০ মিমি. (জুন – আগস্ট)

আর্দ্রতা :

সর্বোচ্চ ৯৯% (জুলাই),

সর্বনিম্ন ৩৬% (ডিসেম্বর – জানুয়ারি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here