জামালপুর জেলার নামকরণ ও উপজেলা সমূহ

0
692

জামালপুর জেলার নামকরণ  ও  উপজেলা সমূহ ( jamalpur district thana list )

জামালপুর জেলার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হলে প্রখ্যাত আউলিয়া হযরত শাহ জামাল (র:) ও হযরত শাহ কামাল (র:) এ দুই বুজুর্গ ব্যক্তির নাম স্মরণ করতে হয়। ইসলাম তথা মানবতার বাণী প্রচারের জন্য হযরত শাহ জামাল (র:) দিল্লীর বাদশাহ আকবরের সময়কালে সুদূর ইয়েমেন দেশ থেকে ইসলাম প্রচারের জন্য জামালপুরে তশরিফ রাখেন। জামালপুর শহরের আদি নাম সিংহজানী। হযরত শাহ জামালের (র:) নামে কোন মৌজা, গ্রাম হাট-বাজার কিছুই নেই।  আমাদের পরম সৌভাগ্য যে এ পূণ্যবান ব্যক্তির মাজার শরীফ জামালপুর শহরে অবস্থিত। তাঁর পবিত্র নামেই এ জেলার নামকরণ করা হয়েছে।

জামালপুর  জেলায়  ০৭ ট উপজেলা রয়েছে..

১। জামালপুর সদর উপজেলা

২। মেলান্দহ উপজেলা       

৩। ইসলামপুর উপজেলা     

৪। দেওয়ানগঞ্জ উপজেলা    

৫। সরিষাবাড়ী উপজেলা     

৬। মাদারগঞ্জ উপজেলা      

৭। বকশীগঞ্জ উপজেলা  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here