মুন্সীগঞ্জ জেলার নামকরণ ও উপজেলা

0
760

মুন্সীগঞ্জ জেলার নামকরণ ও উপজেলা (munshiganj thana list)

মুন্সিগঞ্জের (munshiganj thana list) প্রাচীন নাম ছিল ইদ্রাকপুর। কথিত আছে, মোঘল শাসন আমলে এই ইদ্রাকপুর গ্রামে মুন্সী হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি মোঘল শাসকদের দ্বারা ফৌজদার নিযুক্ত হয়েছিলেন। অত্যন্ত সজ্জন ও জনহিতৈষী মুন্সী হায়দার হোসেনের নামে ইদ্রাকপুরের নাম হয় মুন্সীগঞ্জ। কারো কারো মতে জমিদার এনায়েত আলী মুন্সীর নামানুসারে মুন্সিগঞ্জ  নামকরন করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলায় মোট ৬ টি উপজেলা রয়েছে।

  • মুন্সিগঞ্জ সদর উপজেলা
  • শ্রীনগর
  • সিরাজদিখান
  • লৌহজং
  • টংগীবাড়ী
  • গজারিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here