বাংলাদেশের জনসংখ্যা

0
190

বাংলাদেশের জনসংখ্যা (population Bangladesh)

বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৪ হাজার বর্গ কিলোমিটার। জার্মানির ব্যাভারিয়া রাজ্যের দ্বিগুন বড় এই দেশটিতে বাস করে ১৬ কোটিরও বেশি মানুষ।

যদিও বর্তমানে জনসংখ্যার ( population Bangladesh ) বৃদ্ধির হার কমে গেছে, তারপরেও দেশটির সীমিত প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার এখনও অনেক বেশি। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী ২০৩০ সালে এই দেশটির জনসংখ্যা প্রায় ২০ কোটি অতিক্রম করবে।

জনসংখ্যা : ১৬.১৭ কোটি (সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)

পুরুষ : ৮.১০ কোটি

মহিলা : ৮.০৭ কোটি

শিক্ষার হার : ৬৩.৬% 

ভাষা :

বাংলা (জাতীয় ভাষা) – ৯৫% জনগণ

অন্যান্য ভাষা – ৫%

ইংরেজির ব্যবহার প্রচলিত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here