নড়াইল জেলার নাম এর উৎপত্তি ও উপজেলার নাম

0
353

নড়াইল জেলার নাম এর উৎপত্তি ও উপজেলার নাম (narail upazila list)

গবেষক এস,এম রইস উদ্দীন  আহমদ  এর মতে লড়েআল  হতে নড়াইল নামের  উৎপত্তি  হয়েছে।  যারা শক্রর  বিরদ্ধে নড়াই  করে সহানীয় ভাষায়  তাদের লড়ে বলে । হযরত খান জাহান আলীর  সময়ে  রাজ্যের  সীমান্তে  সীমান্ত  প্রহরী  নিয়োজিত  ছিল। নড়াইল (narail upazila list) এলাকা  নদী নালা খাল বিল বেষ্টিত । খাল কেটে  রাজ্যের সীমান্তে  পরীখা  তৈরী করা হত। খাল বা পরীখার পাশে চওড়া উচু আইলের উপর দাড়িয়ে লড়ে বা রক্ষী সেনারা পাহারা দিত। এভাবে লড়েআল হতে লড়াল > নড়াইল নাম এর উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি আছে ।

আরেকটি প্রচলিত মত হল নড়ানো থেকে নড়াইল  নামের  উৎপত্তি  হয়েছে। বাংলাদেশে  অনেক স্থানের  নামের সাথে ইল প্রত্যয় যুক্ত আছে যেমন টাঙ্গাইল, ঘাটাইল, বাসাইল, নান্দাইল ইত্যাদি। প্রত্যোকটি  সহানের নামকরণের ক্ষেত্রে  কিছু  কিংবদন্তী বা লোক  কাহিনী প্রচলিত আছে। একটি বড়  পাথর সরানোকে কেন্দ্র করে  নড়াল বা নড়াইল  নামের  উৎপত্তি বলে কেউ কেউ  মনে করেন

নড়াইল জেলার উপজেলা তিনটি। সেগুলো হলঃ

১। নড়াইল সদর

২। লোহাগড়া এবং

৩। কালিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here