গোপালগঞ্জ জেলার উপজেলাসমূহের তালিকা

0
5506

গোপালগঞ্জ জেলার উপজেলাসমূহের তালিকা (gopalganj upazila list)

১৮৭২ সালে মাদারীপুর মহকুমায় গোপালগঞ্জ নামক একটি থানা গঠিত হয়। ১৮৭৩ সালে মাদারীপুর মহকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলার সঙ্গে যুক্ত করা হয়। ১৯০৯ সালে মাদারীপুর মহকুমাকে ভেঙ্গে গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয়। গোপালগঞ্জ এবং কোটালীপাড়া থানার সঙ্গে ফরিদপুর মহকুমার মুকসুদপুর থানাকে নবগঠিত গোপালগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করা হয়।

গোপালগঞ্জ জেলার ০৫ টি উপজেলা রয়েছে:

(১) গোপালগঞ্জ সদর

(২) মুকসুদপুর

(৩) কাশিয়ানী 

(৪) কোটালীপাড়া

 (৫) টুঙ্গিপাড়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here