খাগড়াছড়ি জেলার উপজেলা সমূহ

0
1775

খাগড়াছড়ি জেলার উপজেলা সমূহ (khagrachari upazila list)

খাগড়াছড়ি (khagrachari upazila list) জেলার উত্তর ও পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলা এবং পূর্বে রাঙ্গামাটি জেলা অবস্থিত। মোট আয়তন ২৬৯৯.৫৫ বর্গ কিলোমিটার। উঁচু ভূমির পরিমাণ ৮৫% প্রায় এবং সমতল ভূমির পরিমাণ ১৫% (প্রায়)। জেলায় মোট ১২১টি মৌজার রয়েছে যার মধ্যে ৮৮টি মং সার্কেল ও ৩৩টি চাকমা সার্কেলের অন্তর্ভূক্ত। মং সার্কেলের আওতাধীন এলাকাগুলো হচ্ছে খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি, মহালছড়ি, পানছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার আংশিক এবং চাকমা সার্কেলের অধীনে লক্ষ্মীছড়ি উপজেলার আংশিক ও দীঘিনালা উপজেলা। গ্রামের সংখ্যা ৩৫৩, ইউনিয়ন-৩৫টি, উপজেলা-০৯টি, থানা-০৯টি, পৌরসভা-০৩টি।

রাঙ্গামাটি জেলার ০৯ টি  উপজেলা রয়েছে :

  • খাগড়াছড়ি সদর
  • মাটিরাঙ্গা
  • গুইমারা
  • রামগড়
  • মানিকছড়ি
  • লক্ষ্মীছড়ি
  • মহালছড়ি
  • দীঘিনালা
  • পানছড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here