রাঙ্গামাটি জেলার উপজেলা সমূহ (rangamati upazila list)
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে চাক্মা সার্কেল চীফ। চাক্মা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাক্মা সার্কেল চীফ।
রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা রয়েছে :
- রাঙ্গামাটি সদর
- নানিয়ারচর
- লংগদু
- বাঘাইছড়ি
- বরকল
- জুরাছড়ি
- বিলাইছড়ি
- রাজস্থলী
- কাপ্তাই
- কাউখালী