খুলনা জেলাধীন উপজেলাসমূহের তালিকা

0
451

খুলনা জেলাধীন উপজেলাসমূহের তালিকা (khulna district upazila list)

বৃটিশ ভারত তথা অবিভক্ত বাংলার প্রথম মহকুমা খুলনা -১৯৮৩ সালের প্রশাসনিক পুনর্বিন্যাস – পূর্বকালে আয়তনের হিসেবে ছিল বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা।লোকসংখ্যায় দশম।এসময় ‘খুলনা জেলা’ বলতে বুঝাতো খুলনা সদর ,বাগেরহাট ও সাতক্ষীরা মহকুমা-র সম্মিলিত ভূভাগকে (অতঃপর প্রায়শ ‘বৃহত্তর খুলনা’ হিশেবে উল্লিখিত), যার মোট আয়তন ছিল ৪,৬৯৭ বর্গমাইল (নদী এলাকাসহ)। তবে প্রশাসনিক পুর্বিন্যাসের কারনে খুলনার পরিমাণফল দাঁড়ায় ৪,৩৯৪ বর্গকিলোমিটার; এবারে হয় দেশের চতুর্থ বৃহত্তম জেলা।

খুলনা জেলার ৯ টি উপজেলা রয়েছে :

১.রূপসা                    

২. তেরখাদা                

 ৩. দিঘলিয়া

৪. ফুলতলা                

৫. ডুমুরিয়া                 

৬. বটিয়াঘাটা

৭. পাইকগাছা             

৮. দাকোপ                   

৯. কয়রা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here