মাগুরা জেলার নামকরণ ও উপজেলা সমূহ (magura district upazila list)
মাগুরার (magura district upazila list) নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ লক্ষ্য করা যায়।‘‘ খুলনা শহরের আদিপর্ব’’ গ্রন্থের লেখক ঐতিহাসিক আবুল কালাম সামসুদ্দিনের মতে, মরা গাঙ থেকে মাগুরা নামের উৎপত্তি। মরা গাঙ আঞ্চলিক ভাষায় মরগা বলে প্রচলিত। অনেকের মতে ধর্মদাস নামক জনৈক মগ জলদস্যু মাগুরার পার্শ্ববর্তী মধুমতি নদী সংলগ্ন এলাকায় বসতি স্থাপন করে। মগদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ট হয়ে পড়ে এবং তারা বিতাড়িত হয়। সেই মগ ও মরগা থেকে ‘মাগুরা’ নামের উৎপত্তি। তবে এখনও জনশ্রম্নতি প্রচলিত যে, মাগুরার খাল বিলে এক কালে প্রচুর মাগুর মাছ পাওয়া যেত। আর সেই মাগুর মাছের প্রসিদ্ধি থেকে ‘‘মাগুরা’’ নামকরণ হয়েছে।
মাগুরা ৪টি উপজেলা নিয়ে গঠিত:
- মাগুরা সদর
- শ্রীপুর
- মুহম্মদপুর
- শালিখা