কিশোরগঞ্জ জেলার নামকরণ ও উপজেলা (kishoreganj district all upazila)
১৮৬০ খ্রিষ্টাব্দে কিশোরগঞ্জ মহকুমার জন্ম হয়। মহকুমার প্রথম প্রশাসক ছিলেন মিঃ বকসেল। বর্তমান কিশোরগঞ্জ (kishoreganj district all upazila) তৎকালীন জোয়ার হোসেনপুর পরগনার অন্তর্গত ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ প্রান্তেও কিশোরগঞ্জ এলাকাটি ‘‘কাটখালী’’ নামে সমধিক পরিচিত ছিল। বিজ্ঞজনের ধারণা ও জনশ্রুতি থেকে অনুমান করা হয় যে এ জেলার জমিদার ব্রজকিশোর মতান্তরে নন্দকিশোর প্রামানিকের ‘কিশোর’ এবং তার প্রতিষ্ঠিত হাট বা গঞ্জের ‘গঞ্জ’ যোগ করে কিশোরগঞ্জে’র নামকরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলা রয়েছে :
- কিশোরগঞ্জ সদর
- হোসেনপুর
- পাকুন্দিয়া
- কটিয়াদী
- করিমগঞ্জ
- তাড়াইল
- ইটনা
- মিঠামইন
- অষ্টগ্রাম
- নিকলী
- বাজিতপুর
- কুলিয়ারচর
- ভৈরব