মানিকগঞ্জ জেলার উপজেলাসমূহের তালিকা (manikganj upazila list)
মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় ১৮৪৫ সালের মে মাসে। মানিকগঞ্জ (manikganj upazila list) মহকুমা প্রথমে ফরিদপুর জেলার (১৮১১ সালে সৃষ্ট) অধীন ছিল। প্রশাসনিক জটিলতা নিরসন কল্পে ১৮৫৬ সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলায় অন্তর্ভূক্ত করা হয়। ০১ মার্চ ১৯৮৪ সালে মানিকগঞ্জ কে জেলায় উন্নীত করা হয়।
মানিকগঞ্জ জেলার ০৭ টি উপজেলা রয়েছে :
- মানিকগঞ্জ সদর
- শিবালয়
- ঘিওর
- দৌলতপুর
- সাটুরিয়া
- সিংগাইর
- হরিরামপুর