বরিশাল জেলার উপজেলার তালিকা

0
672

বরিশাল জেলার  উপজেলার তালিকা ( barisal district upazila list )

বরিশালের (barisal district upazila list) নামকরণ সম্পর্কে অনেক মতভেদ আছে। বড় বড় শালগাছের কারণে (বড়+শাল)= বরিশাল; পর্তুগীজ বেরী ও শেলীর প্রেম কাহিনীর জন্য বরিশাল; বড় বড় লবণের গোলার জন্য বরিশাল ইত্যাদি। গিরদে বন্দরে (গ্রেট বন্দর) ঢাকার নবাবদের বড় বড় লবণের চৌকি ছিল। এ জেলার লবণের বড় বড় চৌকি ও লবণের বড় বড় দানার জন্য ইংরেজ ও পর্তুগীজ বণিকরা এ অঞ্চলকে ‘বরিসল্ট’ বলত। এ বরিসল্ট পরিবর্তিত হয়ে বরিশাল হয়েছে বলে অনেকের ধারণা। বরিশালের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে তদানীন্তন বৃটিশ সরকার ১৯১৩-১৪ খ্রিস্টাব্দে বেঙ্গল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রিপোর্টে ফরিদপুর ও খুলনা জেলাসহ বরিশাল বিভাগ প্রতিষ্ঠার সুপারিশ করেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি। অবশেষে ফরিদপুর ও খুলনা জেলা বাদ দিয়ে ১৯৯৩ সালের ১ জানুয়ারি প্রাচীন চন্দ্রদ্বীপ রাজ্য, বৃহত্তর বাকেরগঞ্জ জেলা নিয়ে বরিশাল (barisal district upazila list) বিভাগ প্রতিষ্ঠিত হয়।

বরিশাল জেলায় মোট ১০ টি উপজেলা রয়েছে

  • বরিশাল সদর উপজেলা
  • আগৈলঝাড়া উপজেলা
  • গৌরনদী উপজেলা
  • বাবুগঞ্জ উপজেলা
  • বাকেরগঞ্জ উপজেলা
  • উজিরপুর উপজেলা
  • বানারীপাড়া উপজেলা
  • মেহেন্দিগঞ্জ উপজেলা
  • মুলাদী উপজেলা
  • হিজলা উপজেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here