পটুয়াখালী জেলার উপজেলার তালিকা

0
800

পটুয়াখালী জেলার  উপজেলার তালিকা ( patuakhali district upazila list )

পটুয়াখালী ( patuakhali district upazila list ) জেলায় গঠনকারী এলাকা  প্রাচীন রাজত্ব  চন্দ্রদীপ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল. বাউফল উপজেলার কচুয়া এই রাজত্বের রাজধানী ছিল. উপকূলবর্তী অঞ্চল এবং ঘন ঘন পত্বুগীজ  এবং মগদের আক্রমনে ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজধানী বরিশালে মাধবপাশায় স্থানান্তর করা হয়. রাজা টোডারমল, সম্রাট আকবরের মন্ত্রী, ১৫৯৯ সালে কানুনগো জিম্মক খানকে এলাকা জরিপ করতে পাঠান । চন্দ্রদীপ এর বন এলাকা চন্দ্রদীপ থেকে পৃথক হয়ে বাজুহা`বা সুরক্ষিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেলিমাবাদ, বাজুগ উমেদপুর এবং উরানপুরে তিনটি পরগনা তাহলে এই অঞ্চলে গঠন করা হয়।আরাকান এর বৌদ্ধ রাখাউনরা অষ্টাদশ শতাব্দীর শেষে বর্মী রাজার নৃশংসতার পলান করে গলাচিপা,খেপুপাড়া,কলাপাড়া উপজেলার কুয়াকটা এবং রাঙ্গাবালী বিভিন্ন দীপে বসবাস করা শুরু করে । তারপর থেকে এই অঞ্চলে মানুষের বসতি বৃদ্ধি পেতে থাকে।

পটুয়াখালী জেলায় মোট ৮  টি উপজেলা রয়েছে

১. পটুয়াখালী সদর উপজেলা

২. দুমকি উপজেলা

৩. মির্জাগঞ্জ উপজেলা

৪. দশমিনা উপজেলা

৫. বাউফল উপজেলা

৬. কলাপাড়া উপজেলা

৭. গলাচিপা উপজেলা

৮. রাঙ্গাবালী উপজেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here