নরসিংদী জেলার উপজেলা সমূহের তালিকা

0
694

নরসিংদী জেলার উপজেলা সমূহের তালিকা ( narsingdi thana list )

রাজা নরসিংহ পঞ্চদশ শতাব্দীর প্রথমদিকে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে একটি ছোট নগর প্রতিষ্ঠা করেছিলেন। নরসিংহ নামের সাথে পরবর্তীতে দী যুক্ত হয়ে নরসিংদী নামের উৎপত্তি হয়েছে। জমিদারি আমলে নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অন্তর্ভুক্ত ছিল। জমিদারি প্রথা বিলুপ্তির পর নরসিংদী ঢাকা জেলাধীন নারায়নগঞ্জ মহকুমার একটি থানায় পরিনত হয়। ১৯৭৭ সালে নরসিংদীকে (narsingdi thana list) ঢাকা জেলাধীন একটি মহকুমায় উন্এনীত করা হয়। ১৯৮৪ সালে সরকারি ঘোষণার প্রেক্ষিতে নরসিংদী জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

নরসিংদী জেলার ০৬ টি উপজেলা রয়েছে :

১. নরসিংদী সদর

২. পলাশ

৩. শিবপুর

৪. বেলাব

৫. মনোহরদী

৬. রায়পুরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here