শরীয়তপুর জেলার নামকরণ ও উপজেলা সমূহ (shariatpur upazila list)
ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীনবরিশালের ইদিলপুর পরগণার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত।বাংলাদেশের মুক্তির সংগ্রামে শরীয়তপুরবাসীর ভূমিকাও উল্লেখযোগ্য। স্বাধীনতাপরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমার অন্তর্ভূক্ত ছিল। ১৯৭৭সালের ৩ নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতাহাজী শরীয়ত উল্লাহর নামানুসারে শরীয়তপুর নামকরণ করা হয়।
শরীয়তপুর জেলার ০৬ টি উপজেলা রয়েছে :
১। শরীয়তপুর সদর
২। জাজিরা
৩। নড়িয়া
৪। ভেদরগঞ্জ
৫। ডামুড্যা
৬। গোসাইরহাট