টাঙ্গাইল জেলার নামকরণ ও উপজেলা সমূহ

0
399

টাঙ্গাইল জেলার নামকরণ ও উপজেলা সমূহ  (tangail upazila list)

টাঙ্গাইলের নামকরণ বিষয়ে রয়েছে বহুজনশ্রুতি ও নানা মতামত। ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তাঁর মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল (tangail upazila list) নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে, ইংরেজ আমলে এদেশের লোকেরা উচু শব্দের পরিবর্তে ‘টান’শব্দই ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি। এখনো টাঙ্গাইল অঞ্চলে ‘টান’শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল টান আইল। আর সেই টান আইলটি রূপান্তরিত হয়েছে টাঙ্গাইলে।

টাঙ্গাইল জেলায় মোট উপজেলা: ১২ টি

  • টাঙ্গাইল সদর
  • মধুপুর
  • ধনবাড়ী
  • গোপালপুর
  • ভূঞাপুর
  • ঘাটাইল
  • কালিহাতী
  • নাগরপুর
  • দেলদুয়ার
  • মির্জাপুর
  • বাসাইল
  • সখিপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here