বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে

0
1300

বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে (National Emblem of Bangladesh)

বাংলাদেশের জাতীয় প্রতীক (National Emblem of Bangladesh) ভাসমান শাপলার দুপাশে ধানের শীষ ,শাপলার উপরে তিনটি যুক্ত পাটপাত এবং পাতা গুলির দুপাশে দুটি করে মোট চারটি পাতা ।বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরূল হাসান ।জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারি রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রী্। জাতীয় প্রতীকের পানি,ধান,পাট,শাপলা ও তারকা কি তাৎপর্য বহন করে ।পানি,ধান,পাট প্রতীকে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে।এতিনটি উপাদানের উপর স্থাপিত শাপলা হলো অঙ্গিকার ,সৌন্দর্য ও সূরুচির প্রতীক এ তারকা গুলো ব্যক্ত করতেছে জাতির লক্ষ ও উচ্চাকাঙ্খা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here